1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, August 1, 2020

ঝড় থেমে যাবে

                                                                                                         ...শক্তিপদ পণ্ডিত


বন্ধ সবই করোনার ত্রাসে
ট্রেন বাস মার্কেট,
পরিযায়ী শ্রমিক ফিরছে বাড়ি
খাঁ খাঁ খালিপেট।
পথের মাঝে শেষ হল পথ
গাড়ির চাকায় পিষে,
'জন শ্রমিক ফিরল না ঘর
পথেই গেল মিশে।
বাকি গেল কোয়ার‍্যানটাইন
থমকে গেল হাঁটা,
সইতে হবে আরও যন্ত্রণা -
যত দুর্ভোগের কাঁটা !
পথ চেয়ে বসে ঘরের মানুষ
কখন ফিরবে ঘরে,
দুমুঠো ভাত পড়বে পেটে
আছে তারা অনাহারে।  
আশার প্রদীপ জ্বালিয়ে মানুষ
রেখেছে বুকের মাঝে,
গৃহবন্দী থেকে ফিরতে চায়
যার যার নিজ কাজে।
আঁধারের পর আসবে আলো
থাকবেনা এই দিন,
আবার ফিরবে ছন্দ - ঝড়
থেমে যাবে একদিন

spp.rp2002@gmail.com
কলকাতা

No comments:

Post a Comment