1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, August 1, 2020

বৃষ্টিদিনের ছড়া

                                                                                                  ...গোবিন্দ মোদক 


এক্কা-দোক্কা বাউল বাতাস বৃষ্টি ঝিরি ঝিরি,
দিঘির জলে মিষ্টি মাতন ভিজছে ঘাটের সিঁড়ি।
গ্রীষ্ম গেল অবকাশে তোমার হলো জিত,
বৃষ্টি তোমার হাতে দিলাম সুগম সংগীত।
সুরে সুরে দাওনা ভরে কদম গাছের শাখা,
ভ্রমর-কালো আকাশ জুড়ে বিদ্যুত্ হোক আঁকা।
ঘাসে ঘাসে জেগে উঠুক নতুন আলোড়ন,
সবুজ থেকে সবুজতর হোক সবার মন।
তোমার ছোঁয়ায় বীজের থেকে জন্মাক অঙ্কুর,
তৃণ-গুল্মে বেজে উঠুক নতুন নতুন সুর।
আল পেরিয়ে চাষিরা যাক সবুজ ধানের ক্ষেতে,
বনজঙ্গল তোমার ছোঁয়ায় উঠুক আবার মেতে।
বনফুল পাঁপড়ি ছড়াক বনের পথে পথে,
বৃষ্টিরাণী সুবাস ছড়াক গ্রীষ্মপোড়া ক্ষতে।
ডোবার জলে ব্যাঙে ডাকুক ঝিঁঝির ঐক্যতান,
মাঠ-ঘাট সব জলে ভরুক, ভরুক সবার প্রাণ।
মেঘমল্লার রাগিনীতে জাগুক সারা পাড়া,
আয়রে সবাই সুরে পড়ি বৃষ্টিদিনের ছড়া।।

নদিয়া
modakgobinda001@gmail.com

No comments:

Post a Comment