![]() |
ছবি : ইন্টারনেট |
বর্ষাটা ভালোনে
নাজির হোসেন মোল্যা
বছর প্রায় ঘুরে এল
সামনে আষাঢ় মাস
বর্ষাতে ঘর বন্দি হলেও
মাসটি বড়ই খাস।
কোথাও যাবে? বৃষ্টি পড়ে
মাথায় ছাতার বাহার
দুপুরটা ঠিক জমে ভালো
খিচুড়ি দিয়ে আহার।
বর্ষাকালে মাছ হবে না
তাও কি আবার হয়
গরমভাতে তরতরিয়ে
ইলিশ ভাজা খায়।
সাঁঝের বেলা গল্পে ডোবে
বুড়ো বুড়ি সবাই
ছোটরাও ভিড় করে যে
গল্প শোনার আশায়।
বর্ষাটা কেটে যায়
আড্ডা ও ভোজনে
তারপরও বলে শুনি
বর্ষাটা ভালোনে।
najirhmstation0133@gmail.com
উত্তর ২৪ পরগণা
No comments:
Post a Comment