![]() |
ছবি : ইন্টারনেট |
তোমার আমার কথা
সুমনা মুখার্জি
তোমার আমার কথা
একটা চিঠি লিখেছিলাম
মেঘের খোলা খামে
বৃষ্টি এসে বেচে দিল
বিলিয়ে জলের দামে।।
বাদল হাওয়ায় রটে গেল
চিঠির সকল ব্যথা
(তাই) বরষা মানেই মনকেমন, আর
তোমার - আমার কথা।।
sumanamukherjee21@yahoo.com
কলকাতা
No comments:
Post a Comment