1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Thursday, July 1, 2021

চাই

 

ছবি  : ইন্টারনেট

চাই

দিলীপ কুমার দাস

এই হল মুশকিল, কে যে কাকে দেয়

কখন কোনটা নিয়তির ভালোমন্দ

বোঝার আগেই আলগোছে চলে যায়

চেনা পদাবলী , জীবনের মধু ছন্দ ।


কিছু মানুষের রূপকথা শুনে তবু

অতীতে বেঁধেছি তাদের সঙ্গেই পাঠ

তখন ছিল যে আস্থার বহু মানুষ

এখন শুধুই ঝলসানো মাঠঘাট ।


উধাও বিশ্বাস, প্রায়শই মনে হয়

পড়শীর মুখ এরকম কেন হল ।

সব কথা কেউ,বলে না কেন যে আজ

দেখা হয় তবু , যেন সবই নিশ্চল ।


আজন্ম লালিত বিশ্বাসগুলি কেন যে

ধুলোমাটিজলে পারলাম না রাখতে

ভাবলেই দেখি নয়া পৃথিবীর জন্য

গূঢ় অন্ধকার , দুহাতে ব্যস্ত মাখতে ।


তারও পরে যদি , বিলয়ের পরিধি

আমরা সবাই ছোট করে নিতে চাই

শুধু দরকার এক মুঠো ভালোবাসা

আর চাই ওই ,সাদামাটা বাসাটাই।


সেখানে সূর্য আগেও যেমন আসত

সব কথামালা রোদ্দুরে রেখে মাদুরে

আসুক সেভাবেই আজও ঘরে ঘরে

ছড়িয়ে ছিটিয়ে ক্ষমাতৃষ্ণায় আদুরে ।


বেশি কিছু নয় , চাই সেই মানুষের

বহু চেনা সব দিনগুলি দুবেলার

সাথে চাই সাদামাটা গোছানো জীবন

হিংসা বা নোংরামী নয় , অভদ্র খেলার।

dilipkumardas.dgp@gmail.com
দুর্গাপুর

No comments:

Post a Comment