![]() |
ছবি : ইন্টারনেট |
বর্ষা এলো ঘরে
জয়ন্ত শূর
বর্ষা আসে আমার পাশে দাঁড়ায় অনেকক্ষণ
জলের ছিটা ভিজিয়ে দিল দুঃখী আমার মন।
আদর করে বলল আমায় এবার ভালোবাসো
দগ্ধ প্রাণে আরাম দিলাম একটু তুমি হাসো।
এই না বলে গাইতে থাকে জীবনমুখী গান
ঘরের ভিতর ভিজতে থাকি জলেই হলো স্নান।
এবার যাব বাইরে দেখো আকাশ পরিষ্কার
যাওয়ার আগে নিজের হাতে দিলাম পুরস্কার।
বলেই দেখি বর্ষা রানী হাওয়ার বেগে ছোটে
পুব আকাশে সূর্য তখন হুড়মুড়িয়ে ওঠে।
surjayanta4@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment