![]() |
ছবি : ইন্টারনেট |
দু’ এক মুঠো বৃষ্টি
সুমনা ভট্টাচার্য্য
কোথাও জাগছে রূপকথা ,কোথাও যেন ব্যথার রাত -
বৃষ্টি বলছে “এসব গল্প আমার মুঠোয় জমা থাক “।
একটি পশলা সাবধানি , আরেক বলছে “ শান্ত হ’ ”
আঘাত খবর গুপ্ত-বীজি জল সওয়াতেই জাগছে স্বর ...
একটি শার্সি আভিধানিক -অপেক্ষার খুঁজছে মানে
ব্যালকনিকে সেই বসিয়ে রাখো নিঃস্বতার সর্বনামে ।
ঘুমের বাক্সে ঢুকছে মেসেজ -দেখাশোনাও সে পরিমিত -
এ মহল্লায় মেঘ-হাজিরাও স্মৃতির সমন-চর্চিত ।
অঝোর শব্দ নাছোড় যেমন চিলেকোঠার অবাধ্যতা
অজুহাত ডাক পাঠালে তোমার বালির সহিষ্ণুতা ;
আলোকবছর আপেক্ষিক দূর পিছুডাক জাতিস্মর -
তোমায় রোজানা শিখিয়ে দেবে সে যত্নে বোনা তাসের-ঘর।
বালিশ সজাগ জানত যেমন খুব খরুচে চোখ-বারিশ
দহন জটিল সামাল দিতে সে এক আকাশ মেঘনবিশ ।
ফুরোয় গল্প অন্ত্যমিলের নটেশাকের যেমন ধাত...
বৃষ্টি তখন উঠছে বলে “ আমার মুঠোয় জমা থাক “ ।
sumana2313@gmail.com
উঃ২৪পরগনা
No comments:
Post a Comment