![]() |
ছবি : ইন্টারনেট |
হরিণ
প্রসাদ সিং
পেছনে ফিরে তাকানো উচিত ছিলো না
পৌঁছতে হতো আগে গন্তব্যে
তার পর হয়তো কোনোদিন
স্মৃতিবেদনাতুর হলেও হওয়া যাবে
নীল পদ্ম ফুল খেয়ে ঘুমিয়েও থাকা যেত
কোনো বটতলায় পায়রা শিকারির সাথে
বাস্ততন্ত্রের নিয়ম মেনে বাঘটা খাচ্ছে হরিণটাকে
দুটে রাস্তা সবসময়ই খোলা থাকে
পেছনে ফিরে তাকানো উচিত ছিলো না
prasadsing420@gmail.com
ঝাড়গ্রাম
thank you
ReplyDelete