![]() |
ছবি : ইন্টারনেট |
বর্ষালিপি
রবীন বসু
কোথাও বৃষ্টি পড়ছে
কোথাও কদম গাছ ভিজছে একা দাঁড়িয়ে
গত জন্মের ওপার থেকে
ধূসর নিবিড়তায় ব্যথারা কান্না করছে
মেঘ-পৃথিবী জুড়ে নিদারুণ মেদুরতা
মানবীহৃদয় নিয়ে শ্রীরাধা হাঁটছে
সিক্ত বসন থেকে টুপটাপ জল
অলকাপুরীর দিকে চলে যায়
কানাইয়ের দেখা নেই
যমুনার পাড় ঘিরে শূন্য নুপূরের শব্দ
ছায়াচ্ছন্ন চরাচর
বৃষ্টিবিগলিত পড়ে আছে;
আমাদের আক্রান্ত পৃথিবী
তবুও বর্ষালিপি লিখে রাখে
মেঘেদের গায়ে।
rabindranathbasu616@gmail.com
কলকাতা
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব সুন্দর সংখ্যা হয়েছে। 🙏
ReplyDelete