1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Thursday, July 1, 2021

কন্যা সন্তান

 

ছবি  : ইন্টারনেট 

কন্যা সন্তান 

সবিতা বিশ্বাস 

    তিনমাস পরে অফিসে ঢুকল সুচরিতা, কিন্তু ওকে দেখে সবাই যেন কেমন করুণার চোখে তাকিয়ে জোর করে ঠোঁটে হাসি ফোটাল | কেবল অলোকদা এসে হাত বাড়িয়ে বলল, ‘কনগ্রাচুলেসনস’ | কি নাম রাখলে কন্যার? ‘বর্ণালী’ নাম রেখেছি শুনে অলোকদা খুব খুশি হয়ে বলল, “Spectrum”? খুব ভালো নাম রেখেছো, দেখবে সার্থকনামা মেয়ে হবে | 

অক্ষরে অক্ষরে মিলে গেছে অলোকদার কথা | সুচরিতার ছোট কন্যা এখন পদার্থ বিজ্ঞানী ডক্টর বর্ণালী সোম | কিন্তু সেদিন তিনমাসের মেটারনিটি লিভের পরে আরো দু’মাসের মেডিকেল লিভ স্যাংসন করাতে নতুন ব্রাঞ্চ ম্যনেজারের ঘরে গেলে তিনি একটু হেসে বলেছিলেন, আপনার কথা শুনেছি মিসেস সোম, খুব এফিসিয়েন্ট স্টাফ আপনি | আর দু’মাস পরে আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে | বাই দ্য ওয়ে এটি আপনার দ্বিতীয় সন্তান? শুনেছি প্রথমটি ও কন্যা, যাঃ মিষ্টিটা মিস হয়ে গেল! আমি বললাম, কেন স্যার? ম্যানেজার উত্তর দেবার আগেই অলোকদা ক্যান্টিন স্টাফ বিশুদাকে হাঁক দিল, এই বিশু স্যারের প্লেটটা নিয়ে আয় | বিশুদা মিষ্টি আনলে অলোকদা বললো, আমি নই স্যার, সুচরিতা ম্যাডাম খাওয়াচ্ছেন কন্যা সন্তানের মা হবার আনন্দে | 

এখন সমাজের দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টেছে কিন্তু সেই ১৯৯০ সালে দুটি কন্যার মাকে সবাই করুণার চোখেই দেখত, আত্মীয় স্বজন বিশেষ করে পুত্র সন্তানের জননীরা অবজ্ঞা করতো | সুচরিতার ব্যাঙ্কের সহকর্মীরা আলাদা হয় কি করে?  

সুচরিতার চোখের জল বাঁধ মানছে না আজ | একটু আগে শিবাশীষ ফোন করে জানালো, অলোকদা চলে গেল | তখনি দু-দুটো  মেসেজ ঢুকলো হোয়াটস আপে, বড় কন্যা ইন্দ্রানী হেডমিসট্রেস পদে নতুন স্কুল অরবিন্দ বিদ্যাপীঠে জয়েন করেছে আজ | আর  ছোট কন্যা বর্ণালী সার্ন (European Organization for Nuclear Research)  থেকে একটা প্রজেক্টের জন্য আমন্ত্রণ পেয়েছে | শেষের খবর দুটো পেলে অলোকদা বলতো, কন্যা গর্বে গর্বিতা জননী মিষ্টি নিয়ে কবে আসছো? 

সুচরিতা বুকের কাছে হাতদুটো জোড় করে উপরের দিকে তাকিয়ে বলল, পাওনা রইল আলোকদা | দেখা হলেই খাওয়াবো |

sraybiswas@gmail.com
কলকাতা

No comments:

Post a Comment