1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

বনের গান

 


বনের গান

অমিত চক্রবর্তী

                        

এই অকেজো শহরে বুঝি রোদ্দুরও ঠান্ডা আজকে।

মন ভাল নেই, তিনটে কবিতার লাইন

ঘুরছে অসংলগ্ন, তার সাথে বনের গান।

অবসান হয়নি এখনো?

একটা মানুষকে চিনতে তার প্রতিটি বাঁক

জানা চাই, বুনো ঝোপ, বিষফল, আমি অজান্তেই কেবল

শান্তিজলের সন্ধানে।

                        

ভুলে তো যাবেই একদিন,

কিন্তু হরপ্পার সেই মাটির পাত্রেও জেনো

ভালবাসা রয়ে গেছে গুঁড়োগুঁড়ো,

একবার একজন মুখতুলে চেয়েছিল উর্দ্ধে,

যুদ্ধের ব্ল্যাকআউটে

সামান্য সলতের মতন

সেই বনের গান

                        

ভুলে যাওয়া। একবার যেতে পারলে, স্লেট

পরিষ্কার হয়ে যাবে জললেত্তিতে, মনে হবে

বেদনা আঁকেনি কেউ নীল প্যাস্টেলে,

আবছা, ধ্যাবড়া সেই নমুনার ছোপ মুছে গেছে

নতুন চুণকামে। এখন

বনের গান, শুধুই বনের গান

খরখরে দেওয়াল জুড়ে, ব্যাঁকা প্রশস্ত ক্যানভাসে। 

amit9poems@gmail.com
usa 

No comments:

Post a Comment