1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

দোসর

 


দোসর

 সুমনা ভট্টাচার্য্য


স্পর্শদোষ - রোদছোঁয়া সে আদর 

অরণ্য বা  চিরহরিৎ নাম -

কোথাও যেন জনশ্রুতির চাদর

গুজব চেনে শস্য প্রিয় খাম ;

 

ভুলও জানে অনিবার্য সমন

ঝালিয়ে রাখা যাহোক জবাবদিহি -

নদীও বলে জরুরি খুব বাঁধন

পুরোনো রোগ ,উপশমহীন বিহিত।

 

বাঁধন জানে ফসকে যাওয়া ব্যথা -

কোথাও দায় - অতীত খসা পালক

স্মৃতি যখন সে সংবিৎমুখরতা...

আবহমানতা জড়িয়ে বাঁচা ভালো

 

কোথাও দূরে থমকে গেছে সে ঝড়

কিভাবে চিহ্ন শুধুই ধুলোবালি -

কত গভীরে আলোর নেই দোসর

কখন ফ্রেমের কিছুটা পথ খালি -

 

ভরাট করা সময় মুদ্রাদোষ

হাসির ভাঁজ আটকে রাখে ভাঙন -

তুমিও জান কেমন যোগসাজশ

ঝরায় মেঘ রোদ খননে যেমন

sumanabhattacharya2137@gmail.com
বারাসত


No comments:

Post a Comment