1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

দেশ

 


দেশ

সুদেব রায়

 

গমের  বীজ  থেকে  ঠিক  এইভাবেই  একটি  দেশের  জন্ম হয় 

..... অন্ধকার রাত, দুজনে 

গিয়ে বসি একটি পুকুরে ধারে । সবকটা দরজা বন্ধ ছিল শুধুমাত্র  বামপাশের  জানালা বাদে .....


তুমি আমি ধীরে ধীরে কচ্ছপের মত জানালার পাশে দাঁড়াই 

গোটা পাড়া জুড়ে তাঁবু খাটিয়ে পাহারা দিচ্ছে একদল জলপাই মিলিটারী  

আস্তো একটি শরীরের উপর ঘি ঢেলে রোস্ট করে চলে

আস্তো একটি দেশ থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে কুকুরের মত করে খায়


       আর তুমি আমি মেশিনগানের নল থেকে ছিটকে শিরদাঁড়া সোজা করে 

গমের বীজগুলোকে  সংগ্রামী করে গেলাম । 

sudebjytio@gmail.com
নদীয়া 


No comments:

Post a Comment