1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

হয়তো

 

 হয়তো

 কৃষ্ণেন্দু রীত

এক বৃষ্টিভেজা বিকেল।

মেঘলা আকাশ আর একলা মন

মিলেমিশে একাকার,

হারিয়ে গেছে বিষণ্ণতার চোরাবালিতে।

ভেসে চলেছি প্রবাহমান কালসিন্ধুতে।

ছোট্ট জানলার ধারে বসে

চায়ের পেয়ালায় অবিরাম চুমুক,

পারবে কি মেটাতে সৃষ্টির ক্ষুধা?

হয়তো!!

 

ভাবনা আসে না কিছুই,

সুখ-দুঃখ, রাগ অভিমান

সেই একঘেয়ে জীবনের নামতা আওড়ানো,

শুধুই পার্থিব চাওয়া পাওয়ার উদগীরণ।

একটু এগোলেই জাপটে ধরে

শত শূন্যের সমাহার।

অবিচল প্রবাহে নিরাবলম্ব আমি

উৎস খোঁজার তাগিদ নেই।

 

হঠাৎ জেগে উঠি,

গাঢ় অন্ধকার দু'হাত বাড়িয়ে

দ্রুত ঢেকে দিয়ে যায় জানলাটাকে।

বড়ো ক্লান্ত লাগে

থেমে যায় কলম,

পৃথিবী যেনো অনেক দূরে।

কখন পেয়ালা ফুরিয়েছে বুঝিনি,

কেউ কি আর দেবে না ভরে

হয়তো!!

krishnendurit01@gmail.com
হাওড়া


No comments:

Post a Comment