1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

ঝিলিক

 


ঝিলিক

 সাত্যকি সর্বাধিকারী

পদ্মপাতার জলের মাঝে

ঝিলিক তুমি ভীষন প্রিয়,

ভোরের বেলায় শিশির মাঝে

ঝিলিক তুমি তৃষা মিটিও

রঙবেরঙের আলোর চেয়ে

আমার ঝিলিক অনেক শ্রেয়।

 

সবুজ পাতার ধারে ধারে

চুঁইয়ে যখন বারি ফোঁটা

কিরণ মেখে ঝিলিক যেন

সদ্যোজাতর হেসে ওঠা,

ঝিলিক তোমায় দু'চোখ ভরে

দেখবো, বলবো প্রাণের কথা।

 

অনন্তে যখন ঘনঘটা

আঁধার হলো দিনের বেলা

হঠাৎ জ্বলা শুভ্রা ঝিলিক

ছড়িয়ে দিলো রূপের ছটা,

ক্ষণস্থায়ী ঝিলিক তুমি

আবার এসো শেষের বেলা।

 

ঝিলিক তোমার সহস্র রূপে

রামধনু রঙ আকাশ মাখে,

ঝিলিক তুমি প্রকৃতিজাত 

তুমি সুন্দরী অতুলনীয়,

আমার বিকেল সকাল সাঁঝে

তোমার অভিধা মনের মাঝে।

 

ঝিলিক হোক ভালোলাগা

ঝিলিক হোক ভালোবাসা,

ঝিলিক আমার সবার প্রিয়

ঝিলিক তুমি থেকে যেও,

কৃত্রিমতার আলোর চেয়ে

আমার ঝিলিক অনেক শ্রেয়।।


satyakisarbadhikary@gmail.com
শ্যামনগর


2 comments: