1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

বিকেলের মাঠে

 


বিকেলের মাঠে

দেবস্মিতা মহলানবীশ

 

 

 

পায়রা তখন নিজের পালকে ঘষে নিচ্ছে ঠোঁট 

আমারা কলের জলে ধুয়ে রাখছি বিষণ্নতা,

সাবানের ফেনায় লুকিয়ে ফেলছি যান্ত্রিক হাত।

 

তোমার জামায় অবসন্নতার দাগ লেগে,

ঘুরে দাঁড়ায়ে আড়াল করে নাও ;

অথবা,ফ্রেম ছেড়ে চলে যাও দূরে - দৃষ্টির অগোচরে।

 

অতঃপর,

 কয়েকটা মুখোশ ছুঁড়ে ফেলে,

অরণ্যের বৃষ্টিবিলাসে উড়ে যাক তোমার নীল চাদর,

হারানো দুপুর নিয়ে ফুটে থাকুক পার্থেনিয়াম,

একমুঠো ধুলো হাতে ফিরে যাব বিকেলের মাঠে।

dmahalanabis@gmail.com
বেলঘড়িয়া

No comments:

Post a Comment