1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

এপিটাফের পাশে

 


পিটাফের পাশে 

তূয়া নূর

 

কপোতাক্ষ পাশে দাঁড়ানো আমি 

নৌকা যাচ্ছিলো তার বুকে পাল তুলে।

এইখানে ছিল মধুকবির  বাবার জমিদারি ঘাট,

এই ঘাটে কবির সেই ছিল শেষ আসা,

নৌকা নোঙর করা ছিল 

ঘাটে ঠায় দাঁড়িয়ে ছিলো সারারাত সারাদিন

বাবার অনুমতি মেলেনি নৌকা থেকে নামার 

অন্য জাত গ্রহণ করে সন্তান ম্লেচ্ছ হয়ে গেছে। 

সুযোগ হয়নি কবির  মৃত্যু পথযাত্রী মায়ের পাশে বসে মাথায় হাত রাখা। 

জমিদার বাবার প্রসাদ ভেঙে মাটিতে মিশে গেছে কবে!

এখন শুধু চিহ্ন দিয়ে রাখা।

আমি দাড়ানো কপোতাক্ষের পাশে

ছুঁয়ে দেখলাম সাদা পাথরে খোদাই তার কবিতার প্রতিটি অক্ষর।

রাজা আসে রাজা যায়—ধুলায় মিশে তার সব অবশেষ,

কবিতা থাকে নিরহংকার দাঁড়িয়ে আকাশে দিয়ে মুখ তুলে। 

tuwanoor@yahoo.com

No comments:

Post a Comment