1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

তোমার রাঙা মুখ

 


তোমার রাঙা মুখ 

উত্তমকুমার পুরকাইত

 

বুকের মধ্যে আকাশ চেপে 

মত্ত হয়ে রই

হৃদয় আমার পদ্মবনে

কিন্তু তুমি কই?

হাজার জনের মাঝে আছি

শূন্য তবু ঘর

উথালপাতাল ঢেউ লাগে 

একলা দ্বীপের পর।

ওগো মেয়ে, পাগল মেয়ে 

আসবে কখন বলো,

তোমার পথে জীবন আমার 

নতজানু হল

ভিতরে আজ কাশের হাওয়া 

গুড়গুড়িয়ে বুক

ঢাকের সুরে বাজছে কেবল 

তোমার রাঙা মুখ।

upurkait1978@gmail.com
দক্ষিণ ২৪ পরগনা

No comments:

Post a Comment