![]() |
ছবি : ইন্টারনেট |
যারা বৃষ্টিতে ভিজে ছিল
তুলসীদাস ভট্টাচার্য
যারা বৃষ্টিতে ভিজে ছিল
তারা সবাই প্রেমিক নয়
কেউ কেউ খুনীও
যারা ছাদে উঠে রাতের নক্ষত্র খোঁজে
তারা দেখেনি ঝোঁপের নিচে জোনাকির সাজঘর
ট্যাবু এঁকে যারা পৃথিবী চেনায়
ভূগোল বিষয়ে তারা অনভিজ্ঞ
তীব্র ফ্লাশে আলোকিত উর্ধাঙ্গ নিচে
একটি মৃত চাঁদ শুয়ে থাকে
সাবানের ফেলায় সব রঙ মুছে গেলেও
পৃথিবী ঘুরতেই থাকে রেড জোনের চারপাশে।
tulasidas1966@gmail.com
বাঁকুড়া
No comments:
Post a Comment