1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

প্রলেপ



প্রলেপ

সঞ্জয় আচার্য 

কিছু অনার্য জ্যোৎস্না আজ আবার কৌম আবেশে

নিষিদ্ধ সীমারেখা পেরিয়ে যেতে চাইছে।

একটু আবছায়া ভালোবেসে কেন যে আমিও

তাদের হাত ধরে হাঁটতে চাইছি

সে কথা তীব্র আলো বোঝে না।


দেখতে চাইলে দেখুক

মাঠে ঘাটে এবং বিধিবদ্ধ স্বজনের কাছে

ওদের অগোছালো হাসি ছড়াতে চাইলে ছড়াক

কটূক্তির অলংকার। 

আমি আরও সূর্যাস্ত মেখে নিষাদ বনভূমির কাছে

বরং রং হয়ে ঘুমিয়ে পড়বো

প্রলেপ দেওয়া এই নির্ঘুম ছেড়ে 

অনার্য জ্যোৎস্নার পাহারায়।
sanjayacharya1970@gmail.com
কলকাতা 

No comments:

Post a Comment