1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, April 17, 2022

কাছে আছি বলে

ছবি : ইন্টারনেট 

কাছে আছি বলে

সুজিত দে

কাছে আছি বলে তুমি বোঝোনা আমায়,

জীবন বেঁচে থাকে জীবনের মায়ায়!

কত মুখ, কত সুখ -- স্বপ্নের জাল,

তোমাতে মিশে আছি সকাল বিকাল।

প্রভাত ধরনীর যেন রাঙামুখ তুমি,

জলন্ত দুপুরে আমি তপ্ত মরুভূমি!

রাতে আমি নিশাচর -- খুঁজি গো তোমায়,

কাছে আছি বলে তুমি বোঝোনা আমায়।

 

কাছে আছি বলে তুমি বোঝোনা এ মন;

দূরে সরে গেলে জেনো, খুঁজবে তখন।

হোক যত অভিমান, কাঁদুক হিয়া,

তবুও দুচোখ খোঁজে তোমাকে প্রিয়া।

স্বপ্নেই জ্বালাতন করো সারাক্ষন,

কাছে আছি বলে তুমি করো না আপন।

 

কাছে আছি বলে তুমি করো অবহেলা,

আশা বয়ে নিয়ে যায় জীবনের ভেলা।

স্বপ্নেরা আজও করে লুকোচুরি খেলা,

দুঃখ কি চিরকাল রবে সারাবেলা!

কাছে আছি বলে তুমি বোঝোনা আমায়,

কত ভালোবাসে মন গোপনে তোমায়। 

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment