1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, April 17, 2022

পার্থিব

ছবি : ইন্টারনেট 

 পার্থিব

রঞ্জন চক্রবর্ত্তী


অস্তিত্ব বজায় থাকার শর্তে গচ্ছিত রেখেছি যাবতীয় অনুভূতি

কালো থেকে আরও ঘন কালো হয়ে অন্ধকারে মিশেছে

                           আমার ঘরের জ্যামিতিক বুনন,

আমরা পরিস্থিতি অনুযায়ী অবস্থান বদল করছি ক্রমশ

তাহলে এ কি কোনও নতুন সমীকরণের ইঙ্গিত?

 

এভাবেই কেটে যায় আরও একটা সন্দিগ্ধ রাত

একাকী নিজের সঙ্গে বোঝাপড়া করে চলি নিরন্তর

যা হওয়ার নয় তাই পেতে চাওয়ার জন্য

                           হৃদয়ে আকাঙ্খা জেগে ওঠে,

বৈদেহী কোথায় গেল একবার দেখা দিয়ে

সময়ের স্রোতে ভেসে সে-ও কি গিয়েছে হারিয়ে?

 

 সম্পর্কবৃত্তের পরিধিতে ইতস্তত ঘোরাফেরা আমার,

সাগরবেলায় বালি দিয়ে তৈরি করি স্বপ্নের প্রাসাদ

বেঁচে থাকার তাগিদে নিজের হাতেই সেই ঘর ভেঙে

                           আবার নতুন করে গড়ি,

মধ্যাহ্ন সূর্যের উত্তাপে পুড়ে শুদ্ধ হয় আমার চেতনা।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment