![]() |
ছবি : ইন্টারনেট |
বই কথা
গৌর গোপাল পাল
বুদ্ধির খেলা দেখাতে হলে
পড়তে হবে বই!
জ্ঞানী মানুষ সবাই বলে
তাই না অবাক হই!!
বই পড়লে বাড়ে যে জ্ঞান
বুদ্ধির ধার বাড়ে!
বাড়ে বোধ মান অপমান
কেউ না যাতে কাড়ে!!
জ্ঞানী যে জন বইটা পড়ে
মানুষ হতে শেখে!
কেউ মূর্খের পাল্লায় পড়ে
দিও না বই রেখে!!
বই-ই হল বাঁচার উপায়
জ্ঞানের আধার ভাই!
বইয়ের কোন বিকল্প নাই
সবাই পড়ো তাই!!
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment