1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Monday, August 15, 2022

প্রসব যন্ত্রনা

ছবি : ইন্টারনেট 

প্রসব যন্ত্রনা
মলয় কুমার মাঝি

কোন এক ভয়,অদ্ভুত তেড়ে আসে
তখন বর্ষাকাল যৌবন নাভি ভরা নদী;
 খেলা করে ঘোঁলা জলে দেশের মাটি,
 অভিষেক হয়েছে কত দিন-দরিদ্র ;
অসহায় ;নির্যাতন নর-নারীর,কলজে ভাঙ্গা আর্তনাদ,
রক্ত ভেজা সর্বাঙ্গে,তবুও কি স্বাধীনতা পেলাম!

মাটি মুখ টিপে কাঁদে দূর্বা ঘাসের আড়ালে-
তাজা প্রাণের নিঃস্বার্থ ঘামে মাখা নিঃশ্বাস;
বুকের ভিতর আঘাতে-আঘাতে কথা বলে।
তিল-তিল করে গড়ে উঠা স্বচ্ছ স্বপ্ন গুলো ;
কোথায় যেন হারিয়ে গেলো!

বুটের আওয়াজে ঘুম ভাঙ্গাতো-সেই দিন,
চোখের সামনে দিয়ে লুঠ করে নিয়ে
 গেলো শৈশব,কিছু স্বার্থপর মানুষের-
 স্বপ্ন স্বাক্ষরে।সেই দিন ভাবতে পারি নি কেউ,গর্ভবতী-
 নারীর প্রসব যন্ত্রনার জন্ম নেওয়া সন্তানের কথা!

সুন্দর,সুকৌশলে সর্বভৌম স্বাধীনতা পেলাম নামান্তে!
দাবানলের চূড়ান্ত অগ্নি ফুলিংঙ্গো জ্বলে উঠলো,দুই ভাইয়ের বুকে;হাজার-হাজার বরফের স্তূপ ঝড়ে পরলো,
এখনো রক্তের রং লাল দেখতে,কেবল দেখতে পায়; তোমার সবুজ শিরায় পাতায়-পাতায়....
...(সমাপ্ত)...

No comments:

Post a Comment