![]() |
ছবি : ইন্টারনেট |
সমান্তরাল রেখা
সুব্রত দেবনাথ
কাঁচের ভেতর থেকে দুনিয়া দেখি,
কত সুন্দর স্নিগ্ধ, শীতল, নরম, শান্ত
ঠিক ফ্রেম বন্দি একটি জ্যান্ত চিত্র।
অনেক দিন হলো মাটিতে হাঁটি না
ইটালিয়ান টাইলস্ আর
চামড়ার দামি জুতো পায়ে থাকে সব সময় ।
এখন সূর্যের তাপ সহ্য হয় না
শীততাপনিয়ন্ত্রিত বাড়ি, গাড়ি
আর চোখে ফাস্টট্র্যাক ।
আমি সুখে আছি ...
একদিন হঠাৎ শ্বাসকষ্ট হলো
প্রকৃতির অফুরন্ত অক্সিজেন নিতে পারছি না
লাগানো হলো সিলিন্ডার ।
কিছুক্ষণ পর সেটাও খুলে নিল
হৃদ যন্ত্রের মনিটরটা সমান্তরাল রেখা টেনে দিল ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment