![]() |
ছবি : ইন্টারনেট |
শেষ দেখা
সৌমিত্র উপাধ্যায়
কতদূর যেতে হবে
কখন এসে বলবে সে আমায়
শেষ দেখা হবে পুরোনো প্রস্তাবনায়
চিবুকে প্রলয়, দু'পাড়ে ফেলে আসা পোত
আগেই হয়েছে বিলয়, তাম্রলিপ্ত
বুকের রুদালি সংগ্রাম
বৃষ্টির ছাট এসে ধুয়ে দিয়ে যায়
কঠিনতর রাত, ফেনা হয়ে যায় কলমের কুঁড়ি
জলের সম্মুখে পাথরের ঢাল
ভাসার ইচ্ছা সুগভীর
দন্ড নিতে বসেছি একা একা
আছে কিছু দায়
নাহয় নরক, পুতিগন্ধময়
তারই জলে বেসামাল বুক ফেটে যায় ...
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment