![]() |
ছবি : ইন্টারনেট |
সরস্বতী
অর্ক বন্দ্যোপাধ্যায়
মনে হয় কত জন্ম নদীকে করেছি উপাসনা
তার কাছে হাত পেতে, তবে, জলমন্ত্র শিখিয়েছে...
সে মন্ত্র মাদলে বেজেছে তালডুংরি পাহাড়ের কোলে,
কন্ঠ তার চেনা চেনা ঠেকে...নাম মনে আছে,
সরস্বতী মুর্মু নাম লিখেছিল নিখাদ আখরে ।
‘চইচই’ ‘চইচই’ হাঁস দুটি বুকে মেয়ে দীঘি থেকে ফেরে,
মেয়ে ভাল বটে, তবে, এ কপালে লেখাপড়া নাই;
ভাল এক ঘর দেখে দিদিটার হয়ে গেছে বিয়ে, রেশন ডিলার।
কানায় কানায় জল সেইদিন, তালডুংরি সেজেছে ভাদরে,
সরস্বতী মুর্মু নাম লিখেছিল নিখাদ আখরে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment