![]() |
ছবি : ইন্টারনেট |
স্বাধীনতার ৭৫
সঞ্জয় আচার্য
পুকুর নদী থেকে, দীঘির স্বচ্ছ জলতল থেকে,
একটু একটু করে সূর্যোদয় তুলে আনি ।
জনাকীর্ণ শহরের গোপন পল্লীতে রাখি,
সেখানে আমার ঘর, ঘরের দেওয়াল, সিলিং, বুকসেলফ ।
এখন আমার শরীর আলোময়
আলো ঝরে পড়ছে সুবর্ণরেখার পাড়েও ।
পার্শ্বপ্রতিক্রিয়াহীন দিগন্ত কাছে আসছে
মেঘও নুয়ে আসছে আবেগে ।
মেঘের মস্তক, গ্রীবা থেকে নেমে যাচ্ছে জমাট ছায়া
উরু বেয়ে তলপায়ের দিকে ।
অশ্বারোহীর পিতার ধাবমান স্রোতে
যার স্তনের গৌরব লুটিয়েছিল,
দীর্ঘ দীর্ঘ রাত রোপণ করে যারা জল দিতে বলেছিল,
মাটি জানে, তারা সীমান্ত পার হওয়ার পরেও
এই জমানো সূর্যোদয়
আসলে রতন কাহারের জনধন একাউন্ট,
ব্রততীর মতো বেড়ে ওঠা প্রস্তাবিত সুদ ।
...(সমাপ্ত)...

No comments:
Post a Comment