1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 25, 2022

ফিনিক্সের সুর

ছবি  : ইন্টারনেট 

ফিনিক্সের সুর

ড. সৌম্যজ্যোতি চক্রবর্ত্তী

ঘর যেভাবে সাজতে চায়, আলোগুলো

ঠিক সেভাবে ছিল - দেখনদারি ঘোরে ৷

আর সকলের সাথে, দিবালোকেরও

প্রবেশধিকার রুখে; দ্বারী ছিল দ্বারে ||

ঐতিহ্য-ব্যাপারীর বিলাসে, বিচারক

ভাবাবেশে - আত্মহিংস গৈরিক দানব-

চাটুসঙ্গসুখে, মুখোশ আশ্রয়ে ছিল

সমাসীন; - সাজন্ত অপরাধ মানব ||

বিজলী বাতির অক্ষমতায়, জন্মানো

আঁধার ছিল - ঘরের আনাচ-কানাচ |

আবছায়া কিছু, বর্ণচোরা চিওে তার

অনুকৃত; - বিজ্ঞাপিত বন্যতার আঁচ ||

আলোছায়া অভিজ্ঞানে আলোড়িত বোধে,

পাথরের বুক কোঁদা, মানবিক মুখ –

'সেও'  ছিল, - বিপ্রতীপে মুখোমুখি বসে;

মাপছিল অপচিত মনের অসুখ ||

বিচারের প্রহসনে, ‘সেই’ পেল সাজা–

সাজানো সাক্ষীর সাক্ষ্যে, শেখানো সংলাপে ৷ 

অনর্গল অনৃতের স্রোতে, রসাতলে

গেল যুক্তি; কুযুক্তির কর্দমাক্তদাপে ||

সত্য খুনে মূর্ত্ত, মরণের অন্য রূপ; -

যন্ত্রণার অনুভব চেনা দিল তাকে ৷

অনুমেয় অকিঞ্চন অস্তিত্বের মাঝে,

‘ফিনিক্স’ পাখির সুর  তবু কেন ডাকে !!

...(সমাপ্ত)...

2 comments:

  1. অসাধারণ লেখা ৷ বিচারের নামে প্রহসনের এক অনবদ্য কাব্যিক রূপ ৷ খুব ভালো লাগল।🥰🙏🏼🙏🏼

    ReplyDelete