![]() |
ছবি : ইন্টারনেট |
মৌনব্রত
সুদীপ কুমার চক্রবর্তী
শ্রবণ শক্তি বাড়ানোর জন্য এই মৌনব্রত ।
একটু ভুল হবে দাম্ভিক বলে যদি দূরে সরিয়ে রাখো ।
বধির শব্দটায় কর্ণকুহরে বাজে জড়ত্বের প্রতিধ্বনি ।
জীবনের প্রতিমুহূর্তেই শুনি উচ্চাশা আর দীর্ঘশ্বাসের সিম্ফনি ।
ছায়া পতনের শব্দও বেজে ওঠে হৃদয়তান্ত্রিক সুরে ।
আত্মপ্রবঞ্চনার কথাও বাজে মুক্ত হাসির অগোচরে ।
বৃক্ষ কথামালায় থাকে সবুজের স্বরলিপি ।
মৃদু গুঞ্জনের গুজরানে আমাদের মনুষ্যচরিত ।
এ সবই দৈনন্দিন উচ্চাঙ্গ সংগীত ।
সহস্রাব্দের উৎকীর্ণ লিপি বসন্তের সেরেনাড ও
বেজে ওঠে এই ভঙ্গুর শরীরে ।
ধূমকেতুর মিশ্র আলাপন মধ্যরাতের মালকোষ
প্রেম বিরহের নৈশ কথাকলি ফিসফিসিয়ে
ওঠে সমগ্র মনপথ জুড়ে ।
মাঝে মাঝে বধির হয়ে যাই সময়ের শ্রুতিকটু
আনাড়ি আরহণের কানাড়ি দরবারে ।
মৌনব্রত পালন করি এইসব বিপন্ন নিরাসক্ত প্রহরে ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment