1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 25, 2022

বিকল্প প্রেম

ছবি  : ইন্টারনেট 

বিকল্প প্রেম

রবীন বসু

বিকল্প বৃষ্টি বলে কী কিছু হয়? বিজ্ঞান বলছে হয়। ভারী রাসায়নিক পদার্থ ছড়িয়ে ভাসমান মেঘকে আরো ভারী করে একটা নির্দিষ্ট জায়গায় বৃষ্টি নামানো যায়। এটা জানার পর ঋক উৎসাহিত হয়। তাহলে বিকল্প প্রেমও হয়। চেষ্টা করলে বিজ্ঞানের মত কোন রাসায়নিক উপাদানের জায়গায় তীব্র অনুরাগ আর প্রচেষ্টা মিশিয়ে হৃদয়জাত প্রেমের মেঘকে ভারী করে সেখান থেকে ব্যাকুল বৃষ্টি নামানো সম্ভব। তাহলে রুখাশুখা মাটি ভিজে উঠবে। প্রেম গাঢ়তা পাবে। করোনা পৃথিবীতে আসার পর এবং জাঁকিয়ে থাবা বসাতে লকডাউন শুরু হল। আর তাতেই ঝামেলা। অফিসের কাজ বাড়িতে বসে। কিন্তু অফিসের প্রেম সে তো বাড়িতে বসে হয় না। চোখের ইশারা, শরীরের ছোঁয়া ছাড়া প্রেম হয়? এই যে মাংসল অনুভব, ইন্দ্রিয়ের সুখটান তা নৈকট্য চায়, স্পর্শ চায়। উত্তাপ নিয়ে পুড়তে চায়। অনিন্দিতা ছিল ঋকের দহনের ইন্ধন। নানা ছুতোয় সে চলে আসতো ঋকের কেবিনে। ধ্যানভঙ্গ ঋষির মত লোলুপ  আর আর্ত হয়ে উঠত ঋক। অনিন্দিতা জানত কোথায় কসান মারতে হবে। ফলে অতৃপ্ত বিরহী প্রেমিক আরও অস্থির হয়ে পড়ে। শেষমেষ সেই প্রেমও ভার্চুয়াল হল। ভিডিও চ্যাট। চা দিতে এসে বউ রিনি অন্যমনস্ক বিভোর ঋককে হাতেনাতে ধরে ফেলল। তার পরেই অশান্তি শুরু। ধিকি ধিকি জ্বলতে জ্বলতে তুষের আগুন একদিন দাউ দাউ জ্বলে উঠল। ফলস্বরূপ রিনি সেপারেশন নিল। সোজা বাপের বাড়ি। 

এদিকে ঋক আবার শুধু অনিন্দিতাতে মজে থাকল না। বিকল্প প্রেম খুঁজে নিল। ফেসবুকের মাধ্যমে অনেক মেয়ের সঙ্গে বন্ধুত্ব হল। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাট। গভীর রাতের দিকে খোলাখুলি ভিডিও চ্যাট। টুকরো টুকরো মেঘ হয়ে বিকল্প প্রেম তখন বেশ চ্যাটচ্যাটে। এমনই একদিন রাতের দিকে এক সুন্দরীর ফ্রেণ্ড রিকোয়েস্ট এল। মারকাটারি হট আর সেক্সী ফিগার। নাম নিকিতা। বেশ হিরোইনমার্কা নাম। ঋকের ব্রহ্মতালু গরম হল। ত্রিনয়ন জ্বলে উঠল। ইউরেকা বলে লাফিয়ে উঠে মুহূর্তে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল। আর তারপর তুমুল চ্যাটাচেটি। রাত কেটে যায় প্রায়। রিনির চলে যাওয়া এখন গরুর উদোম হওয়া। চরে খাচ্ছে খুব। দিন দুই পরে ভিডিও চ্যাটে ঋক আবদার করল, 'এট্টু খোলাখুলি দেখি, নিকিতা সোনামনি। নিরামিষ গঙ্গাজলে বিকল্প প্রেম আর ভাল্লাগেনা। গরমা গরম কিছু হোক।'

ওপাশ থেকে উত্তর এল, 'বেশ তো। সব খোলাখুলি হবে। তার আগে মুখটা একটু দ্যাখ্ তো হারামি।'

ঋক হতবাক হয়ে দেখে ওপাশের বিকল্প প্রেম আসলে রিনি‌।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment