![]() |
ছবি : ইন্টারনেট |
অক্টোপাস
অসিতবরণ বেরা
'এতগুলো টাকা নিল। এখন বলে কি না গলির ভিতরে জায়গা নিন।' অমল বলে। 'তুইও যেমন ! আমার ছেলের ডাক্তারি পড়ার ব্যবস্থা করে দেবে বলেছিল, দিল ?' কমল দাঁত খিঁচাল।
বিমল ব্যাজার মুখে বলে,'আমার মেয়েটার মাত্র তো অনার্স ! করে দেবে বলে টাকা খেল। করল ঘেঁচু ।'
'নিজের জামাইর গাড়ি ঢুকবে বলে আমার জামাইর বাড়ির পাঁচিল ভেঙে রাস্তা বাড়িয়ে নিল। পঞ্চায়েত ঘন্টা করল।' নির্মল দাঁত কিড়মিড় করে।
'আমার ভাইপোর এ .এইচ.এম হওয়ার কথা। স্রেফ এক লাখ টাকা খেয়ে অজয় মাস্টারকে পদটা পাইলে দিল।' চপল চোখ বড় করে বলে।
সুবল টেবিল চাপড়ে বলে,'টেন্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে আমার গ্রাস কেড়ে নিয়ে নিজের ভাইপোকে পঞ্চায়েতের কাজটা পাইয়ে দিল তো !'
শতদল হাসে,'ও তো আমার মতো শতদলবলে বিকশিত। এখনও কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি।'
'ঠেঙাড়ে দিয়ে দলকে জেতায় । দল ওর পক্ষে । দশ হাতে লুটেপুটে খাচ্ছে।' পরিমল হাসতে হাসতে বলে,'বললে ওর বিরুদ্ধে অনেক কথাই বলা যায়। খাবার অর্ডার দিয়েছি। আপাতত স্টার্টার হিসেবে অক্টোপাস ফ্রাই দিয়ে শুরু কর।'
ওরা একই সঙ্গে বলে ওঠে,'অক্টোপাস ভাজা ! গুড চয়েস। আসল অক্টোপাসকে যখন খেতেই পারছি না তখন দুধের স্বাদ ঘোলে মেটাই। '
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment