![]() |
ছবি : ইন্টারনেট |
এষণা
ড. সৌম্যজ্যোতি চক্রবর্ত্তী
ধরণীর কোথাও, কোনও এক স্থানে, -
অপরূপা প্রকৃতির রূপ চোখে মেখে,
ঘাস-গালিচার আশ্লেষ শরীরে রেখে ;
নন্দিত হবো অচিন কাকলি কূজনে ৷৷
যেখানে হয়নি ত্রস্ত সময়ের ঢেউ ৷
অভিমানী মানুষের দৃপ্ত অহঙ্কারে ,
মানুষীর হাসি-কান্নায় মূর্ত জোয়ারে;
লাগেনি যেখানে দোলা, দোলেনিকো কেউ ৷৷
স্বপন-বিলাস শুধু দিয়েছে যন্ত্রণা৷
মননের জীর্ণতায় পুষ্ট অসূয়ায়,
অপহত মন ৷ বিরক্তির তিক্ততায়
বিপর্যস্ত, ক্লান্তিকর অস্তিত্ব-এষণা ৷৷
কেন যে আলুনী হয় জীবনের স্বাদ!
হিসাব-কীটের মুখে ছিন্নভিন্ন হয়! –
কেন চলে যায়? প্রাণপণে চাই যারে;
অবশিষ্ট থেকে যায় অপূরিত সাধ ৷৷
জীবন তরীর ভাঙা অংশগুলো নিয়ে,
তাও থাকি ৷ সহ্য করি নানা প্রতারণা;
নিজকর্মফলশ্রুতিরূপে ৷ মনোবীণা
পূরবীতে বেজে যায়, মর্মদাহ সয়ে ৷৷
তবু বলি, অফুরান প্রাণশক্তি জোরে,
উন্মনে পথের গান গেয়ে যাই আমি ৷
অন্তহীন পথ চলা যায়নাতো থামি;
সবকিছু চেখে নিই প্রাণমন ভরে ৷৷
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment