1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

ভোলাভূতের খোলাছড়া

ছবি : ইন্টারনেট


ভোলাভূতের খোলাছড়া

সঞ্জয় বন্দোপাধ্যায়


কি বলব আর ভোলাভূতের আদিখ্যেতার

একেকদিন তো হারছি ডাহা যে গেম জেতার ; জানাবো খুলে :

কি গ্যাঁড়াকলে

আমায় সামাল দেবার আদেশ ভূতের রাজার ।


ভূতের ছড়া লিখছি যারা নিরদ্ধারে

কর্পোরেটের ফালতু প্রেসার তার ওপরে

চঁটূল গানেও

সময় টানে

এসব থেকে ভূত কবিকে বাঁচায় কে'রে ?


ভোলাভূতের কাজ আসলে ঠিক এখানেই

টোয়েন্টী-ফোর বাই সেভেনের ভৌত টানেই 

মুন্ডু মগজ 

হোক গজগজ

জাস্ট ভোলানো দুনিয়াদারী ভূতের ধ্যানেই !

...(সমাপ্ত)...

2 comments: