ছবি:অর্কজ্যোতি চক্রবর্ত্তী |
প্রত্যাশা
ড. সৌম্যজ্যোতি চক্রবর্ত্তী
বৈশাখী দিনান্তবেলায়,
আরক্তিম আকাশে অপার্থিব আলিম্পন-
খেয়ালী শিল্পীর কল্পনায় মাখামাখি।।
নীলান্ত আকাশ তখনও বিলোয় রোদ্দুর,
যতদূর চোখ যায় ততদূর।
অস্তরাগের আলো ডানায় নিয়ে ফেরে পাখি।।
ঘরের আঙিনায় একপাশে,
বকুলের দেহাশ্রিতা মাধবীলতা।
পুষ্পভারে থরথর, কাঁপে যেন নববধূ;
ফুলসাজে চাপা উচ্ছলতা।।
মন কেমন করা বনগন্ধ বুকে ধরে,
ঘিরে তারে হরেক কিসিমের ঘাসফুল।
মৌলোভীর স্পর্শসুখে দোলায়িত,
নিবিড় চুম্বনে আকুল।।
দূরে কোথায় ছেলে-ভোলানো,
ছড়া গাওয়ার সুরে।
নিজেকে আড়াল রেখে এক পাখি,
শিস্গানে আকাশ দেয় ভরে।।
দিনাবসানের পূর্বাভাষ ঘনিয়ে আসে,
অন্তরের গোপন গভীরতায় কাঁপন ধরে।
যদিও এলেনা তুমি শরীরী আভাসে,
অনুভবে পাই জেনো সত্তাটুকু জুড়ে।।
অতএব অমোঘ বিশ্বাসে স্থিত আমি।
সবুজ স্তব্ধতার বার্তা, ঝড়ের পূর্বগামী।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment