ছবি : ইন্টারনেট |
শরৎকাল
মাধবী মিত্র
শরতের মেঘগুলো ছিঁড়ে ছিঁড়ে কেউ
আকাশের নীল গায় এঁকে দেয় ঢেউ
কাশেদের বনে বনে পড়ে যায় সাড়া
সাদা রঙে ঢেউ তুলে জেগে ওঠে পাড়া
শিউলির ডাল থেকে টুপটাপ করে
গাছতলা জুড়ে থাকে ফুলগুলি ঝরে
রাতভোর শিশিরের ভিজে যাওয়া ভোরে
ঘাসেদের মাথাগুলো জলে আছে ভরে
পদ্ম দোলায় মাথা ডোবাভরা জলে
শালুকের ডাঁটাখানি ক্রমে বেড়ে চলে
চারিদিক জুড়ে শুধু আলো আর আলো
মা'র আগমণী সুর দূর করে কালো
সকলের ঘরে ঘরে খুশী ভরে ওঠে
শরতের আকাশেতে রাঙা আলো ফোটে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment