![]() |
ছবি : ইন্টারনেট |
বেশ আছি
আশীষ হাজরা
লোকে বলে আমি ভালো আছি
হাসি মুখে নিয়ে
কাশি বুকে নিয়ে
বোবা কালা সাজি
আমি সুখে আছি ।
বয়সটা কম হলো নাকি
মেঘে মেঘে বেলা
যেন ছেলে খেলা
কত আর থাকি
দুখ বুকে ঢাকি
লোকে বলে আমি সুখে আছি।
মনিপুর কথা
মালদহ ব্যথা
হরিয়ানা জ্বলে
আছি সব ভুলে
লোকে বলে আমি বেশ আছি।
শয়তান হাসে
এটা সেটা ভাষে
আমি দিই তালি
জিভে লাগে বালি
লোকে বলে আমি দিব্য আছি।
দেশ যায় চলে
উপরে না তলে
পথগুলো ভুলে
একা বসে কূলে
পোড়া দেশে আমি বেশ আছি।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment