1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

মধ্যবয়স

ছবি : ইন্টারনেট


মধ্যবয়স

আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী

যেমন ঐ অ্যালবাট্রসটি একাই ওড়ে, সাগরপারে

নিঝুম দুপুর ঝিমোয় কেবল ফেলে আসা স্মৃতির ভারে

মধ্যবয়স ওদের মতোই খামখেয়ালি উদাস যেন…  

ধূসর হয়েও প্রকাশপ্রবণ পাগলপারা অবুঝ কেন? 

এই বয়সে অনাসক্তি, সবকিছুকে এড়িয়ে যাওয়া

একা জীবন আরও একা ঝিমবিষাদে বাইতে চাওয়া

গভীর গহীন লেখন পাতে অভিমানের ওম জড়ানো

মধ্যবয়স অকারণেই এমন অবাক একলা কেন? 

এই বয়সে ইচ্ছেগুলো মাঝনদীতে খৈ যে হারায়

অনির্দেশ্য মায়ার টানে কে যেন পথ আগলে দাঁড়ায়

নেভার আগে প্রদীপদানে একটু যেন তেল যোগানো

যে যায় তাকে ফিরতে বলতে সকুন্ঠিত দ্বিধা কেন? 

গভীর আরও গভীর প্রেমে গোধূলির আমন্ত্রণও

গ্রহণ করে বিদায়বেলায় স্বয়ংপ্রভা মুক্তি যেন

মধ্যবয়স হেমন্তিকা, অন্তরধন লুকিয়ে মনে

ধূসর হয়েও প্রকাশপ্রবণ পাগলপারা অবুঝ কেন?

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment