![]() |
ছবি : ইন্টারনেট |
তোমাকে খুব
চন্দ্রশেখর ভট্টাচার্য্য
তোমাকে ঠিক ভোলার জন্য ভুলিনি
একলা হয়ে থাকবো বলে
বন্ধ দ্বার খুলিনি
তোমাকে ঠিক ভোলার জন্য ভুলিনি ।
তোমাকে যা বলবো বলে বলিনি
গোপনে থাক মনের ভিতর
প্রকাশ্যে তা বলিনি
তোমাকে যা বলবো বলে বলিনি ।
তোমায় মনে পড়ার ছিল পরেনি
উরন্ত যে প্রজাপতি
ডানা মেলে ওড়েনি
তোমায় মনে পড়ার ছিল পরেনি ।
যতটা ঠিক আগলে রাখার, পারিনি
নরম সুতোর বাঁধন ছিল
তাই তো বাঁধন মুক্ত হল
তোমাকে ঠিক আগলে রাখতে পারিনি ।
তোমাকে খুব আগলে রাখার ইচ্ছে ছিল, পারিনি ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment