ছবি : ইন্টারনেট |
মামার কাছে বায়না
বিজন বেপারী
শরৎ এলো পুজো এলো
খোকার মনে খুশি,
মামার কাছে দাবি খোকার
কিনবে একটা পুষি।
মামা বলেন, তা হবে না
অন্য কিছু চাও,
তবে মামা আমার জন্য
একটা ঘড়ি দাও।
পড়তে গেলে ইস্কুলেতে
ঘড়িটা খুব লাগে,
ঠিক বলেছো ভাগ্নে আমার
ওটাই সবার আগে।
রিমোট গাড়ি একটা দিও
আর কিছুই নয়,
ভয়ে ভয়ে মামার কাছে
ছোট্ট খোকা কয়।
মামা বলেন, পড়াশোনা
করতে হবে বেশ,
পাবে তুমি সবকিছুই
স্নেহ অনিঃশেষ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment