নাড়িনক্ষত্র
বিকাশ ভট্টাচার্য
তুমি শুধু কথার ফানুস ওড়াতে পারো
তুমি বাঘ মারতে পারো না
সাপ তাড়াতে পারো না
পাগলা কুকুরের উৎপাতে বিস্কুটের ঠোঙা নিয়ে
রাস্তায় হাঁটো , এমনকি
একটা ইঁদুরও বইয়ের তাক থেকে
হটাতে পারলে না।
তুমি শুধু কথার ফানুস উড়িয়ে স্বপ্নের উড়ান
চোখে বসিয়ে দিতে পারো । তাই
তুমি পাখি মারতে পারো
কেরোসিন ঢেলে দিতে পারো পিঁপড়ের
বাসায় , এমনকি খুদে আরশোলাও
পা দিয়ে পিষে দিয়েছ কতবার ।
কথার ফানুস তুমি ওড়াতেই পারো। কিন্তু নারীকে
পোষা মুরগি কিংবা পোষা পায়রার চেয়ে
একটুও বেশি ভাবতে পারলে না ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment