1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

স্তব্ধতা

ছবি : ইন্টারনেট

স্তব্ধতা

সর্বানী বন্দোপাধ্যায়

সময়ের কাছে জমে থাকা যত ঋণ

শোধ করে দেব। জানালার ধারে মেঘ

টোকা দেয়, শহরে আমার এসেছে আশ্বিন।

স্বপ্ন ছেড়েছে বছর তিনেক প্রায়

অকারণ কোনো অনুভব, অভিমান, আয়োজন নেই

বোবা হয়ে গেছে জমানো অভিপ্রায়।

বারেবারে শুনি ফিরে আসা যায় চৌকাঠ থেকে

মৃত্যুর পথ ছুঁয়ে। আমিও ফিরছি তবে

ছাতিমের বন সম্ভাষণে জীবনের আঁকে বাঁকে।

শরত তোমার প্রিয় ঋতু বরাবর, শিউলির ঘ্রাণ

উজ্জ্বল রং, সুভাষিত সৌরভ; রাত্রি তিমিরে জমে

থাকে ঘাসে শিশিরে জমানো দুঃখী প্রেমের গান।

আরও একবার শুরু, সিন্দুকে রাখি সুখ;

...(সমাপ্ত)...


No comments:

Post a Comment