1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

প্রতীক্ষা

ছবি : ইন্টারনেট

 প্রতীক্ষা 

গোবিন্দ মোদক

চলে গেল আরও একটা বৃষ্টিমুখর শ্রাবণ 

শালের জঙ্গল আরও ঘন হলো 

গজিয়ে উঠলো শতেক আগাছা 

খানা ডোবা বাদাবন জুড়ে ভরোভরো মগ্নতা

রাস্তার গেরুয়া মাটি জুড়ে সোঁদা গন্ধ। 

অথচ না আসলে তুমি 

না পাঠালে বর্ষার কোনও কবিতা। 

সত্যিই এ এক ক্লান্তিকর আফশোস! 

আসলে আমি তো তেমন অপাত্র নই 

তাই কথার খেলাপ হলে বুকে বড়ো বাজে 

আর সে ব্যথা সইতে সইতে 

ভাদ্রের তৃতীয় সপ্তাহও পেরিয়ে যায় গুটি গুটি পায়ে 

কাশেরা উঁকিঝুঁকি মেরে আমাকে দেখে 

শিউলি গাছ গাভীন হয় 

বাঁকুড়ার বাজারে শাপলা বিক্রি করতে আসে

দেহাতি বউমেয়েরা।

অথচ ভাদ্রদিনের সমূহ ভাবনাকে মিথ্যে করে দিয়ে 

একটা অপ্রত্যয় বাজতেই থাকে টিকটিক করে

ওরাও জানে – সুবর্ণলতা আর আসবে না!

অথচ উজবুকের মতো চলতেই থাকে 

আমার অনন্ত প্রতীক্ষা।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment