![]() |
ছবি : ইন্টারনেট |
তোমাকে
চৈতালী রায়
যে কথাগুলোকে অনুভূতি মাখিয়ে
নির্ভীকতায়, বিষাদে, উচ্ছ্বাসে
অন্যের জন্য দু'হাত প্রসারিত করতে
আছড়ে ফেলেছিলে মাটির ওপর
এখন তারা ভেসে বেড়াচ্ছে সর্বত্র ,
কান পাতলেই শোনা যায়।
তুমি ফিরবে না জানি --
কথাগুলো ভাসতেই থাকবে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment