1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

স্বপ্নের উপনিবেশ

ছবি : ইন্টারনেট

স্বপ্নের উপনিবেশ

স্বপন গায়েন


বুক থেকে নেমে গেছে পাথর

সুখের বন্দরে দাঁড়িয়ে আছে অনাগত অশ্রু

বিন্দু বিন্দু ঘাম রক্ত হয়ে যায়

বৃষ্টির জলে ভিজে যাচ্ছে স্বপ্নের উপনিবেশ।


দিগন্ত জুড়ে শ্রাবণের কালো মেঘ

দেবদারু গাছের নিঃশ্বাস থেকে ঝরে পড়ছে মানুষের উদাসীনতা

বিকলাঙ্গ সময় পেরিয়ে যাচ্ছে অকাল বসন্ত বুকে নিয়ে।


অন্ধকার ঘরে লন্ঠন জ্বেলে বসে আছে সুখ

দুঃখের কাব্যে আগমনী গান শোনা যায় না

কোকিলের ডাকে এখন আর বসন্ত আসে না।


দু'চোখ জুড়ে অনাগত অশ্রু ধারা -

ফসলের মাঠ থেকে ভেসে আসছে কৃষকের গান

পড়ন্ত বিকেলে সূর্যাস্তের রক্তিম আভায় দুচোখে স্বপ্ন আঁকি আজও।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment