![]() |
ছবি : ইন্টারনেট |
সহাবস্থান
মৃণালেন্দু দাশ
যা বলিনি,
তা নিয়ে একটা রাত এতই রক্তাত করে দিলে
বোধহয় এতটা না করলে পারতে।
একবার তো তাকিয়ে দেখো কি প্রশান্তি
ওই নক্ষত্র মন্ডলে ,আলো জ্বেলে বসে আছে
পাশাপাশি সহস্র তারাবোনেরা।
.
মন ভরে যায় শুচিস্নিগ্ধ স্নানে আর আলিঙ্গনে,
না তাদের মধ্যে রেষারেষি শুধুই সহাবস্থান
ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছে নিজেদের
রাত আর এই পৃথিবীর সকলকে।
পারিনা কি অমন করে সকলকে ভালোবাসতে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment