ছবি : ইন্টারনেট |
আশা
রঞ্জন চক্রবর্ত্তী
অস্ত্বিত্ত্বের গভীরে নির্জন দ্বীপে, কিছু স্মৃতিভারে
কিছু বাসনা-কামনা আসে নিঃশব্দ পদসঞ্চারে
বৈতালিকের গানে ও আদিবাসী নৃত্যের তালে
দেখেছি কীভাবে ভাঙা সম্পর্ক আবার জোড়ে।
বিদ্যুতের চমক, মুখ আঁচলে ঢেকেছে অমানিশা
বহু ব্যবহারে জীর্ণ চাদরে ঢাকি প্রতিস্পর্ধী আশা
কয়েকটি মুহুর্তের আলাপ এবং অতীতচারিতায়
বাসন্তী পূর্ণিমার রাতে অঙ্কুরিত হয় ভালোবাসা।
উত্তুরে বাতাসে ভাসে ঝরা সময়ের দীর্ঘনিঃশ্বাস
জীবন-মৃত্যুর দোলাচলে অনিশ্চিত লৌকিক বিশ্বাস
দ্বৈপায়ন হ্রদের তীরে অনিকেত সত্বা জেগে ওঠে
সপ্তাশ্বরথের সারথী নিয়ে আসে নতুন দিনের আশ্বাস । ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment