1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

এপিটাফ

ছবি : ইন্টারনেট

এপিটাফ

রাজীব চক্রবর্তী

কোনো সৃষ্টিই তো মৃত্যুর মতো

অতটা নিরপেক্ষ নয়!

অথচ, মানুষ ও মানসী

মিশে যায় যেভাবে রাতের চাঁদ

টলটলে কুঁয়োর শরীরে খেলা করে,

দুঃখের ঘাসে অবিরাম ঝরে যায়। 

           জীবন শিশির...

কোনো জন্মই তো

মৃত্যুর মতন ততো সমদর্শী

             হয়না কখনো...

তবু এপিটাফ লিখে রাখে

অন্ধ কবিরা যুগান্তরে। 

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment