1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সর্বানী বন্দোপাধ্যায়. Show all posts
Showing posts with label সর্বানী বন্দোপাধ্যায়. Show all posts

Wednesday, October 2, 2024

প্রশ্নেরা

ছবি : ইন্টারনেট

 প্রশ্নেরা

সর্বানী বন্দোপাধ্যায় 

তুমি বুঝি হারিয়েছ পথ ভুল পথে,

অবনত ঝাউবন?

সবুজের কিনারায় ইচ্ছেরা ছেড়ে গেছে ভালোবাসা আর

তারপরে কেউ বুঝি একা একা বনানী গভীরে

 রেখে গেছে তার অবসাদ;

 তুমিও কি ডুবে গেছ আলকিত পথটার প্রেমে

তবু সংযমে 

বলোনি তো একবারও ডেকে তাকে কত ভালোবাসো

সংকোচে 

যদি সেও ছেড়ে দেয় হাত প্রেমিকের মতো। 

...(সমাপ্ত)...




Saturday, October 21, 2023

স্তব্ধতা

ছবি : ইন্টারনেট

স্তব্ধতা

সর্বানী বন্দোপাধ্যায়

সময়ের কাছে জমে থাকা যত ঋণ

শোধ করে দেব। জানালার ধারে মেঘ

টোকা দেয়, শহরে আমার এসেছে আশ্বিন।

স্বপ্ন ছেড়েছে বছর তিনেক প্রায়

অকারণ কোনো অনুভব, অভিমান, আয়োজন নেই

বোবা হয়ে গেছে জমানো অভিপ্রায়।

বারেবারে শুনি ফিরে আসা যায় চৌকাঠ থেকে

মৃত্যুর পথ ছুঁয়ে। আমিও ফিরছি তবে

ছাতিমের বন সম্ভাষণে জীবনের আঁকে বাঁকে।

শরত তোমার প্রিয় ঋতু বরাবর, শিউলির ঘ্রাণ

উজ্জ্বল রং, সুভাষিত সৌরভ; রাত্রি তিমিরে জমে

থাকে ঘাসে শিশিরে জমানো দুঃখী প্রেমের গান।

আরও একবার শুরু, সিন্দুকে রাখি সুখ;

...(সমাপ্ত)...