![]() |
ছবি : ইন্টারনেট |
রূপসী সে নদী
সর্বানী বন্দোপাধ্যায়
তোমাদের সাথে কথা
হলে বলে দিও মেঘ মন ভালো নেই
যে পথের শেষে কিছু নেই সেই পথও একলা দাঁড়িয়ে
ঝিম ধরা দুপুরের ভাঁজে ফেলে আসা গল্পের বই
ভুলে যাওয়া কবিতার
ভিড়;
অবসাদ ঘিরে আসে ঘুণ ধরে ইচ্ছের গায়
তুমিও কী ভেবেছ কখনও, যদি দেখা হয়
পথ ভুলে যাওয়া ঝর্ণার পারে বিষাদ তিমিরে
স্যাঁতসেঁতে মন নিয়ে,
ভিজে যাওয়া বৃষ্টি পাহাড়ে
কি প্রশ্ন, কতটুকু জমে থাকা কথা
বলে দেবে স্বপ্নের ঘোরে!
সবজে উপত্যকা জুড়ে যদি রোদ ওঠে,
ফুলসাজে সেজে ওঠে রূপকথা ও রূপসী সে নদী
তবে সাজি নিয়ে শিউলি কুড়িয়ে নৌকা ভাসিও
আমি সেই ঘ্রাণে খুঁজে
নেব হারানো অতীত।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment